প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার আত্মহত্যা চেষ্টা

রংপুর প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবেশ করতে না পেরে তার বাড়ির সামনে বিষপান করেছেন এক নারী।  রোববার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Islami Bank

এলাকাবাসী জানায়, মিঠাপুকুর উপজেলার মমিনপুর গ্রামের আনারুলের ছেলে মনজুরুল ইসলাম মন্জুর সঙ্গে পাশ্ববর্তী বাড়ির শফিকুল ইসলামের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সময় মেয়েটি মনজুরুলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু মনজুরুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে রোববার বিকাল চারটার দিকে মনজুরুলের বাড়ির সামনে মেয়েটি বিষপান করেন। এ সময় অভিযুক্ত মনজুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে যায়।

এদিকে মেয়েটির পরিবার মেডিকেল ভর্তি করাতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা ভ্যানচালকের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

one pherma

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন সে আশংকা মুক্ত রয়েছে বলে জেনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইবাংলা/এএমখান/২১ নভেম্বর, ২০২১

Contact Us