ফের গদিতে বসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে ক্ষমতাচ্যুত করার এক মাস না পেরোতেই তাকে আবারও ক্ষমতায় পুনর্বহাল করতে রাজি হয়েছে দেশটির ক্ষমতা নেয়া সামরিক জান্তা।

Islami Bank

রোববার (২১ নভেম্বর) সুদানের উম্মাহ পার্টির প্রধান ফাজলুল্লাহ বুর্মা নাসির গণমাধ্যমকে এ তথ্য জানান। এসময় খবরে আরো বলা হয়, দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা অবসানের লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গে এই চুক্তি করে জান্তা সরকার।

নতুন চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদক স্বাধীন একটি মন্ত্রীসভা গঠন করতে পারবেন। এছাড়া সামরিক ও বেসামরিক রাজনৈতিক দলগুলির রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। চুক্তি ঘোষণার আগে রবিবার এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হামদক ও সেনাবাহিনীর প্রধান।

one pherma

এর আগে প্রধানমন্ত্রী হামদুকের মুক্তির দাবিতে গণতন্ত্রপন্থী বিপুল সংখ্যক মানুষ সুদান জুড়ে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সেনাবাহিনীর হাতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক ক্যু’র মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন এবং প্রধানমন্ত্রী হামদুককে গৃহবন্দী করেন।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us