স্বাস্থ্যসেবা বিভাগের আটটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২২ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অডিটর পদে উত্তীর্ণ হয়েছেন ৫ জন, হিসাবরক্ষক পদে ৫ জন, ক্যাশ সরকার পদে ৫ জন, কম্পিউটার অপারেটর পদে ৮৯ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ২০ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩১ জন এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬২ জন উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। রাজধানীর ইস্কাটনের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম), ৬৩, নিউ ইস্কাটন, ঢাকায় নেওয়া হবে।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও অন্যান্য সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।
ইবাংলা / নাঈম/ ২২ নভেম্বর ২০২১