সা‌ড়ে ৬ হাজার সারের বস্তাসহ বাল্ক‌হেড ডুবি

জেলা প্রতিনিধি, বরিশাল

সা‌ড়ে ৬ হাজার বস্তা সারসহ ব‌রিশা‌লের সন্ধ্যা নদী‌তে এক‌টি বাল্ক‌হেড ডু‌বে গেছে। এসময় বাল্ক‌হেডে থাকা ২ শ্রমিক এবং এর চালক নদী সাঁতরে তীর উঠেন। সোমবার (২২ নভেম্বর) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপু‌রের দি‌কে নদীর পার থেকে সবুজ রং করা একটি বাল্ক‌হেড ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। বিকেল ৪টার দিকে বাল্ক‌হেড‌টি পুরোপুরি ডুবে যায়।

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪০০ বস্তা সার ছিল বাল্ক‌হেড‌টি‌তে। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর বাল্ক‌হেড‌টিও পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে নদীতে।

one pherma

বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মনির হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্ক‌হেডের অবস্থান শনাক্ত করে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন ধারণা করছি বাল্ক‌হেড‌টি‌তে সরকারি সার ছিল। ট্রলার মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us