বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীর মুগদাপাড়ায় দগ্ধ ৪ জনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয় তাদের। হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানান।

Islami Bank

আরো পড়ুন : সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

নিহতদের মধ্যে, প্রিয়াঙ্কার (৩০) শরীর ৭২ শতাংশ ও তার পাঁচ বছরের ছেলে অরূপের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল। এছাড়া প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে প্রিয়াঙ্কার মার শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াঙ্কার স্বামীর শরীরের ২৫ শতাংশ বার্ন রয়েছে।

one pherma

এর আগে গতকাল (সোমবার) সকালে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us