দি ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ‘দি ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে চালিতাডাংগা বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে এসে সমবেত হয়।

শোভাযাত্রার অংশ নেন সংগঠনের সভাপতি মো. হামিদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি কামাল পাশা, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনসহ সংগঠনের সক্রিয় সদস্যরা।

পরে কার্যালয় চত্বরে সংগঠনের সভাপতি হামিদুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উদ্দীপনামূলক বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

তিনি বলেন, দি ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নের পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে প্রতি বছর বিভিন্ন উদ্যোগ গ্রহণ তথা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে। এলাকার বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখছে। আমি সংগঠনের সাফল্য কামনা করছি।

আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন, চালিতাডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, উপদেষ্টা আব্দুর রাজ্জাক।

সংগঠনের প্রচার সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চালিতাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল,সংগঠনের উপদেষ্টা সদস্য রোকনুজ্জামান মিল্টন,  প্রতিষ্ঠানের উপদেষ্টা ও চালিতাডাংগা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম, চালিতাডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

পরে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

উল্লেখ্য, ‘দি ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ-১ আসনের (সিরাজগঞ্জ- কাজিপুর ) সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সার্বক্ষণিক সংগঠনটির দেখভাল করছেন।

ইবাংলা / নাঈম/ ২৭ নভেম্বর, ২০২১

উপদেষ্টাপালিতপ্রকৌশলীপ্রতিষ্ঠাবার্ষিকীসাধারণ সম্পাদক
Comments (0)
Add Comment