এবারও মেসির হাতে উঠছে ব্যালন ডি’অর?

ক্রীড়া ডেস্ক

কার হাতে উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। বাংলাদেশ সময় সোমবার (২৯ নভেম্বর) রাত ৮টায় প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এর আগে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জনপ্রিয় এই পুরস্কারটি ছয়বার নিজের ঘরে তুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি।

গত এক বছরের পারফরম্যান্স এবং সংশ্লিষ্টদের মতামত বলছে, আর একটি ব্যালন ডি’অর জেতার কাছাকাছি মেসি। এবার মেসির সাথে ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডফস্কি ও প্যারিস সেন্ট জার্মেই- পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার মর্যাদাপূর্ণ পুরস্কারটি জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো নেই পছন্দের সেরা তিনের তালিকায়।

ব্যালন ডি’অরের জন্য কিছুদিন আগে ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের মধ্যে ভোটে সেই তালিকা ছোট করে পাঁচজনে আনা হয়। এরপর পঞ্চাশজন বিশেষজ্ঞ সাংবাদিক একটি পয়েন্ট সিস্টেম ব্যবহার করে বিশ্বের সেরা খেলোয়াড়কে ভোট দেন। এই ভোটাভুটি শেষ হয়েছে গত ২৪ নভেম্বর।

ব্যালন ডি’অরের জন্য গত মৌসুমে একজন খেলোয়াড়ের মোট গোল, অ্যাসিস্ট, নির্দিষ্ট সেই খেলোয়াড়ের দলের পারফরম্যান্সের বিষয়টি বিবেচনায় আনা হয়। বিশ্বখ্যাত এই পুরস্কারটির জন্য খেলোয়াড়ের জেতা ট্রফিগুলোও হিসেব করা হয়।

ইবাংলা/টিপি/২৯ নভেম্বর২০২১

ব্যালন ডি’অরসেরা পারফরম্যান্স
Comments (0)
Add Comment