বিশ্ববাসী কবে পাবে ওমিক্রনের টিকা!

ইবাংলা ডেস্ক

বিশ্ববাসীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মহামারি করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’।এর ভয়াবহতা ও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বিভিন্ন দেশ।

তবে আশার কথা হচ্ছে, এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হচ্ছে নতুন এই ধরণটি নিয়ে।এর সক্ষমতা ও কতদিন স্থায়ী হতে পারে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও আলোচনা করা হচ্ছে।

ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন আনার কথা বলছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। ২০২২ সালের শুরুতেই কোভিডের নতুন এই ধরণ মোকাবিলায় টিকা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মডার্না ইনকরপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল বার্টন বলেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোকে ফাঁকি দিতে পারে করোনার এই নতুন ধরণ। সে কারণে ২০২২ সালের শুরুতে নতুন করে ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি।

নতুন ভ্যাকসিন আনার আগে বর্তমানের ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। তিনি মানুষকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান। করোনার নতুন এই ধরনকে বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, তবে আমাদের মোকাবিলা করার অস্ত্রও রয়েছে।

জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজার বলেছে, তাদের টিকা পরিবর্তন করতে হবে কিনা তার জন্য দুই সপ্তাহের মধ্যে এই নতুন ধরনের বিষয়ে তথ্য পাওয়ার আশা করছে। মডার্না বলেছে, তারা নতুন এ ধরনের জন্য সুনির্দিষ্ট একটি বুস্টার ডোজ তৈরি করবে।

ডব্লিউএইচওর তরফ থেকে আরও বলা হচ্ছে, ওমিক্রনের তীব্রতার মাত্রা বুঝতে, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।কয়েক সপ্তাহের মধ্যেই ওমিক্রনের টিকা আবিষ্কার করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ইবাংলা / নাঈম/ ২৯ নভেম্বর, ২০২১

আশঙ্কায়ওমিক্রনকরোনাকারণচিন্তাছড়িয়েদাঁড়িয়েছেদেশদ্রুতধরণনতুনপড়ারবন্ধবিভিন্নবিশ্ববাসীভয়াবহতামহামারিযোগাযোগসঙ্গে
Comments (0)
Add Comment