আজ বিশ্ব এইডস দিবস

ইবাংলা ডেস্ক :

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস।  এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে।

ইউএনএইডস-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডস আক্রান্ত রয়েছে। এ ছাড়া এ রোগে এখন পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ মারা গেছেন।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইবাংলা/এএমখান/০১ ডিসেম্বর, ২০২১

Comments (0)
Add Comment