বাবর আজম পাকিস্তান দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে পরিচিত।কয়েক বছর ধরেই ব্যাট হাতে দলের ভরসার নাম তিনি। তিন ফরম্যাটেই তার ব্যাট হাসছে, গড়ছেন অনেক রেকর্ড।
২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার বাবর আজমকে ব্যাট হাতে এতদিন দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বোলিং করলেন তিনি। রাইট আর্ম অফব্রেক বোলার বাবর আজম তার প্রথম ওভার করতে এসেও চমক দেখিয়েছেন।
ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসান স্লিপে ক্যাচ তুলে দিলেও ফাঁকা যায়গা দিয়ে বল চলে যায়। না হলে সাকিবের উইকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে অভিষেকটাও হতো দুর্দান্ত।
এক ওভার বল করে অবশ্য বাবরকে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। ওই ওভারে দেন মাত্র ১ রান। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে বল হাতে ১০ উইকেট নেওয়ার দাবিও জানান তিনি। এখান থেকে অনুপ্রাণিত হয়েই কী বল হাতে তুলে নিলেন বাবর কে জানে!
প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করেছেন বাবর। তিন ফরম্যাট মিলে উইকেটও নেন ২১টি।
ইবাংলা / নাঈম/ ৭ ডিসেম্বর, ২০২১