জামালপুর প্রেসক্লাবের মত বিনিময় সভা

এম শাহীন আল আমীন,জামালপুর

জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। সোমবার (৬ ডিসেম্বর) রাতে জামালপুর জেলা প্রেসক্লাবে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগে সহ সভাপতি জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ কে এম মাহমুদুল হাসান দারা, যুমনা টিভির জেলা প্রতিনিধি জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি ২০২২ এর সভাপতি ফজলে এলাহি মাকাম।

জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দি বাংলাদেশ টুডে এর সাংবাদিক এম সুলতান আলম, ডিবিসির জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল।

জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টিভি জেলা প্রতিনিধি বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, মহোনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল,জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল।

মত বিনিময় সভায় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্রী ফরিদুল হক খান দুলাল এমপি সাংবাদিকদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে চা চক্রে মিলিত হন।

জামালপুর প্রেসক্লাবমত বিনিময় সভা
Comments (0)
Add Comment