বন্দরে পালিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সারা দেশের মতো মোংলা বন্দর কর্তৃপক্ষ পালন করেছে ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি উপলক্ষে রোববার (১২ ডিসেম্বর) মোংলা বন্দর কতৃপক্ষের সভা কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব সৈয়দ রবিউল আলম। সভায় সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন জনাব মোঃ শাহীনুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

সেমিনারে বক্তারা বলেন, মোংলা বন্দর ব্যবহারকারীরা বন্দর থেকে সকল ধরনের ডিজিটাল সুবিধা ভোগ করে থাকেন। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতে ডিজিটাল সুবিধ আরো বৃদ্ধির লক্ষে ডিজিটাল দিবস-২০২১ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে।

এসময় আরো জানানো হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেক হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ- এর সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, আইসিটি শিল্লের বিকাশ, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইসিটি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির, তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্ভুতকরন উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে ১২ ডিসেম্বর, ২০২১ তারিখে সারা দেশে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

বাংলাদেশমোংলা বন্দরসভাপতিত্ব করেনসেমিনারে বক্তারা
Comments (0)
Add Comment