মুজিব জন্মশতর্বষ ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষে নোয়াখালীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথামালা” নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে সোনাইমুড়ী উপজেলাতে গান্ধী আশ্রম ট্র্রাস্টের আয়োজনে গান্ধী মোমেরিয়াল ইনস্টিটিউটে এ স্মৃতিচারণমূলক অনুষ্ঠানটি হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচারক রাহা নব কুমারের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রনাঙ্গনের স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঞা, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম, বীরমুক্তিযোদ্ধা ডা.আবুল কাশেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গান্ধ আশ্রমের সচিব কৃষ্ণ দাস গুপ্ত মনু গুপ্ত।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা,অভিবাববকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইবাংলা /টিআর /১৩ ডিসেম্বর