পূর্ব শত্রুতার জের ধরে প্রাণনাশের অভিযোগ (ভিডিও)

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মােঃ জালাল উদ্দিন নামে এক ব্যাক্তির ওপর প্রাণনাশের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাক্তি  গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গোমস্তাপুর থানার বেগপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। মােঃ জালাল উদ্দিনকে গত ৪ ডিসেম্বর রাতে বেগপুর বাজার থেকে মটরসাইকেল যোগে তাহার বাড়ি আসার সময় পথরোধ করে রাতের অন্ধকারে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

মামলা সূত্রে আরও জানা যায়, আসামীরা হলেন: ১। মাে শাহজাহান মাস্টার(৪৮) ২। মােঃ ইব্রাহিম(৫০) ৩। মাে শাহজামান(৪৫) মোঃ বাক্কার(৪০) ৫।মান্নান(৫৮), সকলের পিতা- মৃত ইউনুস আলী ।৬। মোঃ জিয়া(৩৮), পিতা- মৃত নুহ সেখ ৭। আব্দুর রশিদ (৪২), পিতা- মৃত কাশিম আলী ৮। আহাসান(৪০), পিতা- আমিন ৯। মােঃ মফিজুল হক (৫৫), পিতা- মৃত ফজলুর রহমান ১০। মোঃ নাজু(৩৫) ১১। মােঃ মামুন(৩৪) ১২। মােঃ দেলােয়ার(২৮), সকলের পিতা- মফিজুল হক, সর্ব সাং- বেগপুর ১৩।বাক্কার আলী(৪২), পিতা- মৃত নৈমুদ্দিন মেরু ১৪ । শফিকুল ইসলাম (৪৭), পিতা- মৃত চান মোহাম্মদ, উভয় সাং ফুলবাড়ী, সর্ব ইউনিয়ন- রাধানগর, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ অজ্ঞাত নামা ০৫/০৬ জন ।

তারপর আসামীরা ভিকটিমের মােটর সাইকেলটি লাঠি ও লােহার রড দিয়ে ভাংচুর করে। বিবাদীদের এরুপ নির্যাতনের প্রেক্ষিতে জখমীরা চিৎকার করিলে আশপাশ হইতে লােকজন উদ্ধারে আগাইয়া আসিলে বিবাদীরা প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিরা পলাতক রয়েছে।

ইবাংলা /টিআর/ ১৪ ডিসেম্বর 

গোমস্তাপুরেচাঁপাইনবাবগঞ্জেমামলা সূত্রে
Comments (0)
Add Comment