চিলির কট্টর ডানপন্থী রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাবেক বামপন্থী ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক। খবর বিবিসির।
রোববার (১৯ ডিসেম্বর) দেশটিতে ভোট হয়। বোরিক ৫৬ শতাংশ ও প্রতিদ্বন্দ্বী কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। খবর বিবিসির। ৩৫ বছর বয়সী বোরিক বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার বা রাষ্ট্রপ্রধান। চিলির ইতিহাসেও তিনি সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
নভেম্বরের মাঝামাঝি চিলিতে প্রথম রাউন্ডের ভোট হয়েছে। ওই নির্বাচনে জাতীয় কংগ্রেস ও আঞ্চলিক পরিষদের সদস্যদের নির্বাচন করেন দেশটির ভোটাররা। এরপর সেখানে এগিয়ে থাকা দুজন ৫৫ বছর বয়সী অ্যান্তোনিও কাস্ত আর ৩৫ বছরের বোরিকের মধ্যে ভোটযুদ্ধ হয়। প্রথম রাউন্ডের নির্বাচনে সাতজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।
ইবাংলা/জেডআরসি/ ২০ ডিসেম্বর, ২০২১