সারাদেশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে ৭১৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৯ ডিসেম্বর)।যাচাই-বাছাই শেষে সোমবার (২০ ডিসেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চূড়ান্ত এই প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য মিলে ৩৫ হাজার ৮৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আছেন ৩ হাজার ২০৭, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪ হাজার ৮৪৬ জন।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে অংশ নেওয়া ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।এরমধ্যে চেয়ারম্যান পদে ৫২, সাধারণ সদস্য ১০৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য ৩২ জন।নির্বাচন কমিশন জানায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৪ হাজার ১০১ জন। তাদের মধ্যে ৬৩৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।সংরক্ষিত সদস্য পদে ৮ হাজার ৩৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন, প্রার্থিতা প্রত্যাহার করে নেন ১৮৬ জন।
সাধারণ সদস্য পদে ২৭ হাজার ৪৮৬ জন মনোনয়নপত্র দাখিল করেন, প্রার্থিতা প্রত্যাহার করে নেন ১ হাজার ৪১৪ জন। বাছাইয়ের সময় তিন পদে ১ হাজার ৮৮৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।
ইবাংলা / নাঈম/ ২০ ডিসেম্বর, ২০২১