তাপমাত্রা কমছে, বাড়ছে শীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ধীরে ধীরে তাপমাত্রা কমে যাচ্ছে অপর দিকে ক্রমেই বাড়ছে শীত। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অধিদফতর সবশেষ তথ্য, সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়েও নেমেছে তাপমাত্রার পারদ। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাতেও শীতের দাপট বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রকৃতি প্রধানত শুষ্ক থাকবে। সকালের দিকে থাকবে কুয়াশা। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে গোপালগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোরসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে। ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

ইবাংলা /টিআর/২১ ডিসেম্বর

অধিদফতরআবহাওয়াতাপমাত্রা
Comments (0)
Add Comment