ভ্যাকসিন সনদ ছাড়া মিলবে না বেতন

আন্তর্জাতিক ডেস্ক

মাস শেষে বেতন বুঝে নিতে হলে থাকতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। এমন আদেশ জারি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাব প্রদেশের সরকারি কর্মচারীদের জন্য। বেতন উত্তোলনের জন্য প্রত্যেকের কমপক্ষে করোনার এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। বুধবার (২২ ডিসেম্বর) রাজ্যের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কারও করোনার দুটি ডোজ টিকা নেওয়া থাকতে পারে। আবার কেউ হয়তো একটি নিয়েছেন। কিন্তু প্রত্যেক সরকারি কর্মীকে পাঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে টিকা নেওয়ার প্রমাণ হিসেবে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতেই হবে। এরপরই মিলবে বেতন। তবে এখনো যারা টিকার একটি ডোজও নেননি, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে সরকার তা উল্লেখিত হয়নি।

পাঞ্জাব সরকারের আইএইচআরএমএস ওয়েবসাইটে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। এই পোর্টালটির মাধ্যমেই পাঞ্জাব রাজ্য সরকারের কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিষয়টি দেখা হয়। বলে হচ্ছে, ওমিক্রন সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। যাতে করে টিকাকরণে রাজ্যের সরকারি কর্মীরা বাধ্য হোন।

উল্লেখ্য, মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন। বর্তমানে ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। দিল্লিতে সবচেয়ে বেশি ৫৭ জনের নতুন এই ধরনটি শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরালার অবস্থাও উদ্বেগজনক।

ইবাংলা/টিপি/২৩ ডিসেম্বর, ২০২১

বেতনভ্যাকসিন সার্টিফিকেট
Comments (0)
Add Comment