জয়পুরহাটে ‘৭৮ শতাংশ’ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৭৮ শতাংশ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৪৯৭ জন। যার মধ্যে ৯০ হাজার ৮২৯ জন পুরুষ এবং ৮৮ হাজার ৬৬৮ জন নারী ভোটার। মোট ভোট কেন্দ্র ৬৩টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৫১ জন পুরুষ প্রার্থী।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৮৬ টি কেন্দ্রে ৫০৩টি ভোট কক্ষ থাকবে। এর মধ্যে ৩৭ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৭৮ শতাংশ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার রয়েছেন ৮৬ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫০৩ জন এবং পোলিং অফিসার ১ হাজার ৬ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার ও ভিডিপি ১ হাজার ৪৬২ জন এবং ৫৭২ জন পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।

ইবাংলা /টিআর/২৬ ডিসেম্বর

ইউনিয়নজয়পুরহাটনির্বাচনেপরিষদ
Comments (0)
Add Comment