ভিক্ষা চাই না, আমাদের মৌলিক অধিকার চাই

"নাসিম আনোয়ার "

ঝালকাটি সদরের শেখের হাটের রাস্তাঘাটের বেহাল দশা। তা কেউ না দেখলে, বিশ্বাস হবে না রাস্তাঘাট আর হাসপাতালে করুন পরিস্থিতি, খুব সহজেই অনুমান করা যাবে, এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা বলতে কিছু নেই 😭 শেখের হাটে আছে হাসপাতাল, নেই চিকিৎসক। রোগীর ওয়ার্ড আছে, জনবল নেই। একজনও খুঁজে পাবেন না হাসপাতলে। শেখেরহাট হাসপাতালটি যেনো, গোচারণ ভূমি💔


সিনয়ির সাংবাদিক লেখক, কলামিষ্ট নাসিম আনোয়র তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন-
বাংলাদেশের তিন বারের, অভিজ্ঞ প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁর কোনো, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। সাবাশ! দেশপ্রেমিক’ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ই-বাংলার মাধ্যমে আপনাকে আন্তরিক অভিনন্দন!

তিনবারের সফল প্রধানমন্ত্রী তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতেই হবে, কেননা তিনি যেহেতু দেশ পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি জানেন, বাংলাদেশে কোথাও চিকিৎসা নেই।

মির্জা সাহেব, আপনি প্রতিটি শিরা-উপশিরা চেনেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিলেন, তখন সব চোর নিয়োগ করেছেন। জনগণের রক্ত চুষে খেয়ে হাড়ও চেটেপুটে দিয়েছেন। এজন্য আপনাদের মত দেশপ্রেমিকদের দেশে চিকিৎসা নেয়ার উপায় নেই।

>> আমলা নির্ভরতা : সত্যিই কী রাজনীতিবিদদের কর্তৃত্ব ম্লান হচ্ছে?

দেশের চিকিৎসা সেবার উপর বিশ্বাস নেই। আপনার বক্তব্য থেকেই উপলব্ধি করছি, তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, একজন চিকিৎসক তৈরি করতে পারেননি। যার ওপর ভরসা রাখবেন।
মির্জা সাহেব, আপনি সম্পূর্ণ অবগত, দেশে ওষুধ নেই। চিকিৎসা সরঞ্জাম নেই। এমনকি চিকিৎসকও নেই। যাদের ওপর বিশ্বাস রেখে, আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা করাবেন 💘।

তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এমন ভাবে চেটে খেয়েছেন, আমাদের শ্রদ্ধেয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা দেশে নেই। মির্জা সাহেব, কেন এভাবে চেটেপুটে খেলেন ⁉️ তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দীর্ঘ সময়।

১৮ কোটি মানুষের, সাড়ে ১৭ কোটি মানুষেকে আপনারা বুদ্ধিপ্রতিবন্ধী করে রেখেছেন। এর মধ্যে আমিও একজন। জননেতা দেশপ্রেমিক’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমার ধারণা, দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নিশ্চিত বুঝে গেছেন, দেশের মাটি ও পঁচা। আপনারা চির নিদ্রায় চলে গেলে, এ মাটিতে আপনাদের দাফন করা ঠিক হবে ⁉️ আপনাদের দেশ প্রেম ও ত্যাগ বাঙালি জাতি, শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

>> ডিজিটাল যুগে চ্যালেঞ্জের মুখে সংবাদপত্র 

আমার মতো হতদরিদ্র জনগোষ্ঠীর কোনো মৌলিক অধিকার নেই। এটা নিশ্চিত, সকল মৌলিক অধিকার রাষ্ট্রের শীর্ষস্থানীয়দের। ভিআইপিদের। তাদের দেশের চিকিৎসা সেবার উপর আর বিশ্বাস নেই।

বাংলাদেশের জননন্দিত নেতা, ওবায়দুল কাদের সাহেব দেশে চিকিৎসা করান নি। বিদেশে চিকিৎসা নিয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর চিকিৎসা দেশে হলে হয়তো, তিনি চলে যেতেন,
না ফেরার দেশে। বর্তমান সরকারের নীতিনির্ধারণী মহলের দেশের প্রতি বিশ্বাস নেই। থাকার কথাও নয়। চোরে-চোরে ভরে গেছে দেশ। চোরারাই এখন আসল দেশপ্রেমীক।

এত চোর সামাল দেয়া কঠিন। আদৌ চোর সামাল দেয়া সম্ভব হবে কিনা, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন ভালো জানেন। ভিক্ষার জন্য বরাদ্দ অর্থ চুরি হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ইট খুলে পরে যাচ্ছে। নির্মাণসামগ্রীতে, রড এর পরিবর্তে দেয়া হচ্ছে, বাশঁ। কি অদ্ভুত দেশ প্রেমিক আমরা।

দেশের প্রত্যন্ত জনপদ, হাওর-বাওর, সাগর পাহাড়, কোথায় উন্নয়নের ছোঁয়া লাগেনি ‼️এত চোরের মধ্যেও, উন্নয়ন থেমে নেই। পদ্মা সেতুর কাজ প্রায় শেষের পথে। মেট্রোরেল প্রকল্পের কাজ দ্রুত এগুচ্ছে। সমগ্র দেশে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড আমার প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। পেশাগত কারণেই,আমাকে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে, টেকনাফ থেকে তেতুলিয়া।

>> জন্মদিনের অনুষ্ঠানে বনের রাজা সিংহ 

দুঃখের সাথে বলতে হচ্ছে, কতিপয় নেতা, আর চোরের কারণে সকল উন্নয়ন কে যেনো, ম্লান করে ফেলছে। দুর্ভাগ্য ঝালকাঠি জেলার মানুষের। এই জেলাটি অবহেলিত। বাংলাদেশের প্রভাবশালী নেতা, সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু সাহেবের এলাকা ঝালকাটি সদরের শেখের হাট। শেখের হাটের চিত্র দেখলে, যে কোনো মানুষের মন খারাপ হয়ে যাবে। রাস্তাঘাটের বেহাল দশা।

তা কেউ না দেখলে, বিশ্বাস হবে না রাস্তাঘাট আর হাসপাতাল দেখলে, খুব সহজেই অনুমান করা যাবে, এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা বলতে কিছু নেই 😭 শেখের হাটে আছে হাসপাতাল,নেই চিকিৎসক। রোগীর ওয়ার্ড আছে, জনবল নেই। একজনও খুঁজে পাবেন না হাসপাতলে। শেখেরহাট হাসপাতালটি যেনো, গোচারণ ভূমি💔

ই-বাংলা/ সোশ্যাল/ ৬ জুলাই, ২০২১

অধিকারচাইমৌলিক
Comments (0)
Add Comment