ডিএমপি’র পর এবার থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষবরণে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান এবং নগরীতে আতশবাজী নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে জানানো হয়, কেএমপি অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত কঠোর শাস্তির হুশিয়ারি উচ্চারণ করেছেন কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
আরও পড়ুন: রাত ৮টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক
কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা জানান, থার্টি ফার্স্ট নাইট ও খ্রীষ্টিয় নববর্ষ-২০২২ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে আজ ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে আগামী ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
ইবাংলা/ টিপি/ ৩১ ডিসেম্বর, ২০২১