যাত্রীবাহী বাস উল্টে, পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোঁজা ব্রিজের কাছে ন্যাশনাল ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ পরিদর্শকসহ ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় একটি অটোভ্যান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী এবং অটোভ্যানের এক নারী মিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক সতেন্দ্র নাথ প্রামানিক (৫৪) ও পাবনার চাটমোহর উপজেলার কুমারপাড়া আব্দুল হামিদের স্ত্রী সফুরা বেগম (৬২)।

আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্নি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহততের মৃতদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি ঘটনাস্থলে রয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ইবাংলা /টিআর/৩১ ডিসেম্বর

ন্যাশনাল ট্রাভেলসযাত্রীবাহী বাসসলঙ্গায়সিরাজগঞ্জে
Comments (0)
Add Comment