সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ কমেছে!

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের এক বছর পূর্ণ হয়েছে। আরএমপির এ ইউনিটের অধীনে শহরজুড়ে লাগানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছে পুলিশ। এই ক্যামেরার কারণে এক বছরেই নগরীতে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমেছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ।

তিনি জানান, এক বছরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নগরীর শতাধিক চুরির রহস্য উদঘাটন, চোর শনাক্ত ও গ্রেফতার সম্ভব হয়েছে। ২৫টির বেশি ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। যৌন হয়রানির মতো ২০টি ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ২০টি মারামারির ঘটনায় ঘটনায় দোষীদের চিহ্নিত করা হয়েছে। এছাড়া হারিয়ে যাওয়া কিংবা অপহরণ নাটকের মত ১৫টি ঘটনার রহস্য উদঘাটন হয়েছে।

মহাসড়কে ধস, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কামহাসড়কে ধস, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা
বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) মহানগরীর সব গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও স্থাপনার নিরাপত্তায় ৩৫০ সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে।

সবমিলিয়ে নগরীতে মোট ৫০০ ক্যামেরা স্থাপন করা হবে। শহরের রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকায় বাকিগুলো লাগানো সম্ভব হচ্ছে না। তবে এখনকার ৩৫০টি ক্যামেরার কারণেই গত বছরের তুলনায় শহরে ৩০ থেকে ৪০ ভাগ অপরাধ কমেছে বলেও জানিয়েছেন আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ।

ইবাংলা /টিআর/৩১ ডিসেম্বর

পুলিশমেট্রোপলিটনশহরজুড়ে
Comments (0)
Add Comment