স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে বন্দুক হামলার শিকার হন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বন্দুকধারীরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর গোনাইভসের এক চার্চে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে তীব্র গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার সঙ্গে থাকা দলকে চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়।
এর আগে গত জুলাই মাসে নিজের বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিলেন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। ক্যারিবীয় এই দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সময় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হওয়া বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।
প্রেসিডেন্ট জোভেনেই মোইসি খুন হওয়ার দুই সপ্তাহ পর হাইতির ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হন এরিয়েল হেনরি। তার নেতৃত্বাধীন ভঙ্গুর প্রশাসনের জন্য এই হত্যাচেষ্টা আরেকটি বড় ধরণের বিপর্যয় । স্বাধীন হলেও বিগত দুই শতাব্দী ধরে দেশটি একের পর রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, আগ্রাসন আর দমনপীড়নের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে পরিবারতান্ত্রিক দুভেলিয়ারদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বাবাদী শাসনের শিকারও হয়েছে দেশটির মানুষ।
ইবাংলা / টিপি/ ৪ জানুয়ারি