রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জায়গায় বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ ও হল-ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে অনশনে বসেছে আলিয়া মাদ্রাসার ৫ শিক্ষার্থী।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় পাঁচদফা দাবি মেনে না নেওয়ায় অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছেন।
আহতদের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢাকেক) ভর্তি করা হয়েছে। আহত দুই শিক্ষার্থী হলেন- কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুল ইসলাম নাঈম (২৩) এবং ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ আলম (২১)।
হল সুপারের বাসা ভেঙে ছাত্রাবাসের ভিতরে মাদরাসা ও কারিগরি অধিদফতরের ভবন করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের প্রতিবাদকে কেন্দ্র করে হঠাৎ হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে রাজধানী বখশিবাজারের ঢাকা আলিয়া মাদরাসার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র.) হল। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একইসংগে মাদরাসার শিক্ষা কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাস না ছাড়লে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হেনস্থা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। রাকিব নামের একজন শিক্ষার্থী জানান, বুধবার (৫ জানুয়ারি) সকালে হল ছাড়ার নোটিশ দিয়েছিলো। কিন্তু আমাদের প্রতিবাদের কারণে প্রিন্সিপাল স্যার বলেছিলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা হলে থাকতে পারবো।
তিনি আরও বলেন, স্যারের কথায় আমরা আশ্বস্ত হলাম। কিন্তু আজকে আবারও নোটিশ দিলো হল বন্ধের। আমরা হল ছাড়বো না। প্রয়োজনে মরবো কিন্তু হল ছাড়বো।
অনশনরত সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, আলিয়া মাদ্রাসা প্রশাসন আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। করোনার দীর্ঘ বন্ধের পর আবারও অযৌক্তিকভাবে হল ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ক্ষতি করছেন। তাদের উচিত অযৌক্তিক কাজ বাস্তবায়ন না করা। নিজ ক্যাম্পাসের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমূহ রক্ষায় দায়িত্বশীল আচরণ করা। প্রশাসন আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও দাবি আদায় না হলে গণ অনশনের কথাও জানান শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব জায়গায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধের ঘোষণা দিয়েছে মাদ্রাসা প্রশাসন।এমন ঘোষণার প্রতিবাদে ২য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।
ইবাংলা / নাঈম/ ০৬ জানুয়ারি, ২০২২