কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় পারাপারের জন্য জমা হয়। সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না কোন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ছোটা ছুটি করে ফেরিতে উঠে যাচ্ছে।
এম পরিস্থিতে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের পরিবহণ ও যাত্রী পারাপার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)৷ কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞতিতেেএই ঘোষণা দেওয়া হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। জাগাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।’
ই-বাংলা/ আইএফ/ ৯ জুলাই, ২০২১