করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে শারীরিকভাবে সুস্থ রাসিক মেয়র ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৫ জানুয়য়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মেয়র খায়রুজ্জামান লিটনের ঢাকার বাসায় অবস্থান করা রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেয়র খায়রুজ্জামান লিটন ঢাকায় আসেন। ১১ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন।
এরপর থেকে ঢাকায় আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। পরে তিনি সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের জন্য সচিবালয় যাওয়ার আগে গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও শনিবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মেয়র খায়রুজ্জামান লিটনের শরীরে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু।
ইবাংলা /এইচ/ ১৫ জানুয়ারি, ২০২২