নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। প্রায় ৮০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছ।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। প্রায় ৮০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছ। এ নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন।
ইবাংলা /টিআর /১৬ জানুয়ারি