চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী। রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে পৌর কার্যালয়ের মাঠে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। ‘ভোট প্রদানের সব কয়টি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে’, এমন অভিযোগ তুলে কামরুল ইসলাম ভোট বর্জন করেন।
কামরুল অভিযোগ করে বলেন, ‘ভোটাররা কাউন্সিলর পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেও মেয়র পদে জোর করে ভোট নেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।’ ‘এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব’, মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম তোফায়েল বিন হোছাইন বলেন, ‘অনেক সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে ভোট থেকে সরে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী।’
বাঁশখালী পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন এস এম তোফায়েল বিন হোছাইন ও কামরুল ইসলাম হোসাইনী। এ ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৮০। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও নারী ভোটার ১২ হাজার ৮৮৬ জন।
ইবাংলা /টিআর /১৬ জানুয়ারি