ফিল্ড আম্পায়াররা যাতে পুরোপুরি নির্ভুল সিদ্ধান্ত দিতে পারেন সেজন্য ব্যবহার করা হয় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। কিন্তু দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম।
টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় ডিআরএস সিস্টেম রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) সঙ্গে যোগাযোগ করেও ডিআরএসের ব্যবস্থা করতে পারেনি দেশের ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে, সেটা খুব বেশি দিন আসেনি আন্তর্জাতিক ক্রিকেটে। যদি থাকত অবশ্যই ভালো হতো। না থাকাটা একটু হতাশার।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমার ধারণা বিসিবি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনারা যদি বিসিবির সিইওর (প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন) সাক্ষাৎকারটা দেখে থাকেন, তারা আইসিসি পর্যন্ত চেষ্টা করেছে ডিআরএসটা আনার। যেহেতু সম্ভব হয়নি এটা নিয়ে কথা বলার আর কিছু নেই।
ইবাংলা /টিআর / ১৯ জানুয়ারি