একসঙ্গে দশ শিশুর জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ৩৪ বছর বয়সী এক নারী একসঙ্গে ৫ জোড়া যমজ সন্তানের জন্ম দিয়েছেন। গত ১২ জানুয়ারি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে জন্ম নেয় এই দশ শিশু। স্বাভাবিকভাবেই জন্ম হয়েছে বলে জানান চিকিৎসক। গতকাল বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। নবজাতক ও মাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন মা। শিশুদের ওজন ৯৫০ থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। নবজাতকদের সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটারে একটি পোষ্টে এ খবরটি জানান হয়। সশস্ত্র বাহিনীর হাসপাতালটির অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি প্রশংসায় ভাসছেন। ট্ইুটার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।

ইবাংলা/ টিপি / ২০জানুয়ারি

৫ জোড়া সন্তানসৌদি আরব
Comments (0)
Add Comment