মামলা নেই, তবুও ১১দিন হাজতবাস

গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধি

বরগুনায় তার নামে মামলা নেই, অথচ ভুয়া গ্রেফতারি পরোয়ানায় ১১ দিন ধরে কারাগারে রয়েছেন ময়মনসিংহের এক অটোরিকশা চালক বুলবুল ইসলাম বুলু। অবশেষে রবিবার (৩০ জানুয়ারি) তাকে অব্যহতি দিয়েছেন বরগুনার আদালত। এর আগে গত ২০ জানুয়ারী গায়েবী মামলার ভুয়া পরোয়ানায় তাকে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠান।

ছবি- ইবাংলা

বুলুর স্বজনরা জানান, এ রিকশা চালক সারাদিন অটোরিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই তিনি সংসার চালাতেন। তিনি গত ২০ জানুয়ারী সারাদিন রিকশা চালিয়ে বিকেলে বাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় ত্রিশাল থানা থেকে পুলিশ এসে তাকে জানায় তার নামে বরগুনা থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছেন। এরপর পুলিশ এ বুলুকে আটক করে থানায় নিয়ে যায়।

বুলুর চাচাতো ভাই উজ্জল মিয়া জানান, আমার ভাই কখনও ময়মনসিংহের বাইরে যায়নি৷ তবুও তাকে ষড়যন্ত্র করে ১১ দিন ধরে মিথ্যা ভূয়া গ্রেফতারি পরোয়ানায় জেল খাটানো হয়। ত্রিশাল পুলিশ বিষয়টিকে যাচাই বাছাই না করেই আমার ভাইকে গ্রেফতার করে। আজ বরগুনার আদালত কাগজ পত্র দেখে যাচাই বাছাই শেষে বুলুকে অব্যহতি দেন।

এ বিষয়ে বুলবুল ইসলাম বুলুর আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আমি আজ বরগুনা আদালতে বুলুর মুক্তির জন্য আবেদন করি। বিজ্ঞ জেলা ও দায়রা জজ যাচাই বাছাই করে দেখেন ওয়ারেন্ট টি আসলেই ভুয়া, পরে সরাসরি তাকে মামলা থেকে অব্যহতি দেয় আদালত।

ইবাংলা/ ই/ ৩০ জানুয়ারি, ২০২২

১১দিনবরগুনামামলাহাজতবাস
Comments (0)
Add Comment