বিশ্বের ৫৭ টি দেশে ওমিক্রনের উপধরন শনাক্ত

ইবাংলা ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের উপধরন বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। একাধিক গবেষণা বলছে, উপধরনটি ওমিক্রনের মূল ধরন থেকে আরও বেশি সংক্রামক।

মঙ্গলবার (১ জানুয়ারি) ডব্লিউএইচও এ তথ্য জানায়। ১০ সপ্তাহ আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়ার পর ওমিক্রন বিশ্বব্যাপী করোনাভাইরাসের সবচেয়ে প্রভাবশালী ধরনে পরিণত হয়েছে।

সাপ্তাহিক মহামারি সংক্রান্ত আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মাসে করোনা আক্রান্তদের নমুনার ৯৩ শতাংশে ধরনটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ওমিক্রনের উপধরন বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ রয়েছে।

সংস্থাটি জানায়, জিআইএসএআইডি গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভে হালনাগাদ করা ওমিক্রনের উপধরনগুলোর মধ্যে ৯৬ শতাংশই বিএ.১ ও বিএ.১.১।

জিআইএসএআইডিতে ৫৭ দেশের জমা দেওয়া জিনোম সিকোয়েন্সে বিএ.২ ধরনটি পাওয়া গেছে। কিছু দেশে এই উপধরনটি ওমিক্রনের সব উপধরনের মধ্যে অর্ধেকের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, উপধরনগুলোর মধ্যে পার্থক্য খুব কমই জানা গেছে। এগুলোর বৈশিষ্ট্য ও সংক্রমণ ক্ষমতা নিয়ে আরও গবেষণা করার আহ্বান জানায় সংস্থাটি। সূত্র : বাসস

ইবাংলা/ ই/ ২ ফেব্রুয়ারি, ২০২২

উপধরনওমিক্রনেরশনাক্ত
Comments (0)
Add Comment