পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৪১ শতাংশ

ইবাংলা ডেস্ক

গত জানুয়ারিতে ৪৮৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গতবছরের প্রথম মাসের তুলনায় ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি। বুধবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডেটা থেকে এ তথ্য জানা গেছে।

ডেটা অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রফতানি আগের বছরের তুলনায় ৩০ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জুলাই-জানুয়ারি মেয়াদে পোশাক রফতানি ৩০ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার হয়েছে। এরমধ্যে ১৩ দশমিক ২৭ বিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা এক বছরে আগের তুলনায় ৩২ দশমিক ৮৯ শতাংশ বেশি।

এ ছাড়া ১০ দশমিক ৭১ বিলিয়ন ডলার এসেছে ওভেন রফতানি থেকে, যা আগের বছররে চেয়ে ২৭ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাট ও পাটজাত, বিল্ডিং ম্যাটেরিয়ালস ছাড়া অন্য সব পণ্যের রফতানি বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ৭৪ কোটি ৮৯ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে একই সময়ে ৮৩ কোটি ডলারের পাটজাত পণ্য, ১৪ কোটি ডলারের ক্যাপ রফতানি করেছেন উদ্যোক্তারা। হিমায়িত মাছ রফতানি থেকে আয় হয়েছে ৩৭ কোটি ৭৯ লাখ ডলার। ওষুধ রফতানি থেকে এসেছে ১১ কোটি ৭১ লাখ ডলার।

ইবাংলা/ এইচ/ ২ ফেব্রুয়ারি, ২০২২

প্রবৃদ্ধি ৪১ শতাংশ
Comments (0)
Add Comment