মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২৪ অথবা ৪৮ ঘণ্টার মধ্যেই আমেরিকানদের ইউক্রেন ত্যাগ করা উচিত। রুশ বাহিনী ইউক্রেনের চারপাশ ঘিরে ফেলছে, এমন পরিস্থিতিতে এ নির্দেশনা এলো।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে দেখা গেছে ইউক্রেনে অভিযানের জন্য সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি সব ব্যবস্থা নিয়ে ফেলেছে মস্কো।
আর শীতকালীন বেইজিং অলিম্পিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে বোমা হামলা শুরু করতে পারে কিয়েভ। আমেরিকানদের দেশ ত্যাগ করতে যেকোনো প্রয়োজনে কিয়েভের মার্কিন দূতবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সালিভান জোর দিয়ে আরও বলেন, ঝুঁকি এখন খুব বেশি। সুতরাং এখনই ইউক্রেন থেকে চলে যাওয়ার সময়।
সূত্র- আল জাজিরা
ইবাংলা/ টিপি/ ১২ ফেব্রুয়ারি, ২০২২