প্লাস্টিকের ব্যাগে ফেনসিডিল; আটক ৩

মোঃ জামাদুল ইসলাম, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৯০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লস্করদী গ্রামের মোঃ মমিন খানের ছেলে মোঃ মোস্তাক খান(২১), নরসিংদী জেলার পলাশ থানার ভাংগা বাজার এলাকার মৃত রেজেক ওরফে রাজ্জাকের ছেলে মোঃ রতন ওরফে কালু(২৪) এবং একই এলাকার মোঃ শফি উদ্দিনের ছেলে মোঃ শরিফ হোসেন সাকিল(২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়া &‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, নওগাঁ হতে বগুড়াগামী একটি পিকআপে (যাহার নং ঢাকা মেট্রো ন- ১৮-৩৬৫২) ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৬ টায় আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ড্রাইভারের সিটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ওই পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ইবাংলা/ ই/ ২১ ফেব্রুয়ারি, ২০২২

প্লাস্টিকেরফেনসিডিলব্যাগে
Comments (0)
Add Comment