রাশিয়া ও ইউক্রেনে তুমুল লড়াইয়ে নিহত ৭ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে। তুমুল লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। এতে ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে।

পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত সোমবার পূর্ব ইউক্রেনকে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

এদিকের আরেক খবরে বলা হচ্ছে, এরইমধ্যে রাশিয়ার ৫টি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর। একইসঙ্গে ইউক্রেন নাগরিকদের শান্ত থাকতে ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখতে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে। এর আগে বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। এরপরেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেন ইউক্রেনের বাসিন্দারা।

জানা গেছে, কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। সূত্র : বিবিসি, রয়টার্স

ইবাংলা/ ই/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২

নিহত ৭ নাগরিকলড়াইয়ে
Comments (0)
Add Comment