ইউক্রেন থেকে বাংলাদেশি যুবকের আবেগঘন ভিডিও

প্রবাস বাংলা ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে। এ হামলায় ১০০ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ ও বিভিন্ন বিশ্ব গণমাধ্যম জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ছয়জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাতজন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনের কয়েকটি অঞ্চলে রাশিয়া হামলা করেছে বলে দাবি করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন রাশিয়ার উত্তেজনা যখন চরমে তখন উৎকণ্ঠায় রয়েছেন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিরা।ইউক্রেনের খারকভ শহরে বসবাসরত এক বাংলাদেশি সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন।ভিডিওবার্তায় তাকে বলেতে দেখা গেছে, ‘এখন ২৪ ফেব্রুয়ারি ২০২২ সাল। আমি ইউক্রেনের খারকভ শহর থেকে বলছি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে সংকট চলছিল তা এখন আরও সিরিয়াস অবস্থায় দাঁড়িয়েছে। আজ ভোর ৫টা থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল শহর থেকে দেশটির বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বিনীত অনুরোধ খারকভ এলাকায় সেসব বাসিন্দা রয়েছেন তারা সাবধানে থাকবেন, শিক্ষার্থীরা নিরাপদ স্থানে থাকবেন।

সুযোগ পেলে পূর্ব ইউক্রেন থেকে পশ্চিম ইউক্রেনে চলে যাবেন। গতকাল (মঙ্গলবার) ইউক্রেনের সময় রাত ১১টায় বাংলাদেশ অ্যাম্বাসির সঙ্গে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বলা হয়েছে, সবাই যেন সেফ জোনে চলে যায়। কেউ যেন দেরি না করে।

আপনারা যারা খারকভ শহরে আছেন, ওডেসা ও সুমিতে যেসব বাঙালি আছেন তারা যেন দ্রুত পশ্চিম ইউক্রেনে চলে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন নিরাপদে ও সুস্থ্য থাকি সেই কামনা করবেন। আল্লাহ হাফেজ।’

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্যমতে, পুতিনের সেনা অভিযান ঘোষণার কিছুক্ষণ পরেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন ইউক্রেনের বাসিন্দারা। আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এ ছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার ৫টি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে তারা। ভিডিও দেখতে ক্লিক করুন

ইবাংলা/ জেএন/ ২৪ ফেব্রুয়ারি,২০২২

আবেগঘনভিডি
Comments (0)
Add Comment