বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এই রায় দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে।
অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করার পর ভ্রাম্যমান আদালত আদমদীঘির সান্তাহার শাহপাড়ার সাইফুল ইসলামের ছেলে হেলাল হোসেন (৪৯), নামা পোওতা গ্রামের চান্দু প্রামানিকে ছেলে সাজ্জাদ হোসেন (৪৫) ও কলসা রথবাড়ির আইয়ুব সরদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০),প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করেন।
ইবাংলা/ ই/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২