বিশ্ব নারী দিবসে সারা দেশের ন্যায় পটুয়াখালির কলাপাড়ায় ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় কলাপাড়া ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুড নাইবারস বাংলাদেশ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
এ দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এ সময় উপস্তিত ছিলেন, দীপক কুমার দাস ম্যানেজার গুড নেইবারস বাংলাদেশ,মোঃ আকতার ফারুক প্রধান শিক্ষক ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ বাবুল গাজী ইউপি মেম্বার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ,আয়েশা আখতার মুকুল সভাপতি গুড নেইবারস কলাপাড়া মহিলা উন্নয়ন সমবায় সমিতি।
এ সময় বক্তারা বলেন, পুরুষ শাসিত সমাজ থেকে নারীরা অনেকটা বেরিয়ে এসেছে। অবহেলিত নরীদের পাশে গুড নেইভারস কাজ করছে। নারীদের ‘ধর্ষণ-যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন’ দেশকে এগিয়ে নিতে হলে নরীদের পুরুষের হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে।
ইবাংলা/ জেএন/ ৮ মার্চ, ২০২২