টাঙ্গাইলে সদরের আশেকপুরে জমি দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে দখলের এ অভিযোগ তোলা হয়েছে টাঙ্গাইল- ২ (ভুয়াপুর-গোপালপুর ) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির ওপর।
রোববার টাঙ্গাইলে প্রেসক্লাবে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো. শাহানুর ইসলাম ঠান্ডু।লিখিত বক্তব্যে ভুক্তভোগী ঠান্ডু বলেন, পৈত্রিক সূত্রে আশেকপুর মৌজায় ৬৫ শতাংশ ভূমি দীর্ঘ ৬০ বৎসর যাবত ভোগদখল করে আসছেন তারা।
অথচ স্থানীয় সংসদ সদস্য ছোট মনির ২০২০ সালের ২৯ মে রাতে কয়েক জন লোক পাঠায় তাদের বাড়িতে। এ সময় তাকে এবং তার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা। পরে তাদের বাড়ি ঘরের জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
কিন্তু তারা সেটা না করায় বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ মিনিটে এমপির একান্ত কাছের লোক ও টাঙ্গাইল কিশোর গ্যাং লিডার হোসাইন সাদাব অন্তুর নেতৃত্বে আলী হোসেন ও মো. আব্দুলসহ ২০ জনের বেশি লোকজন অস্ত্র নিয়ে জমি দখলের জন্য শাহানুর ইসলামের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা বসতবাড়ির টিনের বেড়াসহ লোহার গেট ভেঙে ফেলে। হামলা চলাকালীন মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী হওয়ায় ৮টি ক্যামেরাও ভেঙে মালামাল ট্রাকে করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে আমরা টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ পত্র দিয়েছি।
ইবাংলা /জেএন /১০মার্চ ২০২২