কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বাসটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম।
নিহতরা হলো-দেবিদ্বার পৌর এলাকার জয়দল হোসেনের ছেলে রবিউল ইসলাম এবং মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে সজিবুল ইসলাম সজিব। তারা দুজনই জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সজিব দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।
হাইওয়ে পুলিশ জানায়, কলেজের ক্লাস শেষে রবিউল ও সজিব মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। তারা ওই এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। সজিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান।
ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২