বগুড়ার আদমদীঘির সান্তাহারে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাফের আলী প্রামানিক নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করার অভিযোগ উঠেছে।
এতে গুরুতর আহত হয়েছেন রনাঙ্গনের এই বীর সৈনিক। আহত মুক্তিযোদ্ধা জাফের উপজেলার দমদমা গ্রামের মৃত লব প্রামানিকের ছেলে।
শনিবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঘটনাটি ঘটে। দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধা তার আপন ছোটভাইসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাফের আলী প্রামানিক নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করেছে তার আপন ছোট ভাই জাবেদ আলী, তার ছেলে লিটন ও স্ত্রী নূর বানু।
আহত বীর মুক্তিযোদ্ধা জাফের আলীকে প্রতিবেশিরা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এঘটনায় শনিবার দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধা তার ছোট ভাইসহ অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মারপিট ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জাফের আলী থানায় সাধারন ডায়েরি দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইবাংলা/ জেএন/ ১৯ মার্চ, ২০২২