বরগুনায় অবৈধ ২৭ লাখ পোনা, আটক ১১

গোলাম কিবরিয়া

বরগুনার পাথরঘাটায় ২৭ লাখ রেনু পোণা জব্দ করেছে কোস্টগার্ড। তারা মটর সাইকেলে করে ৫০ টি ড্রামে করে এসব পোণা পাচার করার এসময় ১১ জনকে আটকও করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) সকালে পাথরঘাটার কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে এ ২৭ লাখ পোণাসহ ১১ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, অসাধু পোণা শিকারীরা ১১ টি মোটরসাইকেল করে বিপূল পরিমানে পোণার চালান পাচার করছে, গোপণ সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। এরপর অসাধু পোণা শিকারীরা পাথরঘাটার কাঠালতলী এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযান চালায় কোস্টগার্ড।

এসময় ৫০ টি ড্রামে ২৫ লাখ বাগদা রেণু ও পাঁচটি কলসীতে ২ লাখ গলদা রেণু পোণা জব্দ করা হয়। এসময় মোটরসাইকেলসহ ১১ জন পোণা বহনকারীকে আটক করে কোস্টগার্ড। পরে জব্দকৃত পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুনর রশীদ বলেন, আমরা অভিযান চালিয়ে ২৭ লাখ পোনা জব্দ করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে আটকৃতদের জরিমানা করে। রেণু পোনা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপূল পরিমানের পোণা জব্দ করে ও ১১ জনকে আটকে করে। পরে আমি গিয়ে আটককৃতদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

ইবাংলা/জেএন/০১এপ্রিল২০২২

আটককোস্টগার্ডপাথরঘাটায়
Comments (0)
Add Comment