এবাদতের জন্য ব্রেক থ্রু পেল টাইগাররা

আন্তর্জাতিক ডেস্ক

ডারবান টেস্টের চতুর্থ দিন সকালে সাবধানী শুরু করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ থ্রেট জানালেও উইকেট পাচ্ছিলেন না। প্রোটিয়া ওপেনাররাও ৪৮ রানের ওপেনিং জুটি গড়ে ফেলেছিল।

অবশেষে ১৮ ওভারের মাথায় দক্ষিণ আফ্রিকার ৪৮ রানে প্রথম ব্রেক থ্রু পেয়েছে টাইগাররা। এবাদতের হাত ধরে আসে প্রোটিয়াদের প্রথম উইকেট। দক্ষিণ আফ্রিকার সারেল এরভিকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান এবাদত। এরভি করতে পারেন মাত্র ৮ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৬১ রান করেছে। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ৪১ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে মাঠে আছেন কিগান পিটারসেন।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে বাংলাদেশ করেছিল ২৯৮ রান। বাংলাদেশের পক্ষে মাহমুদুল হাসান জয় করেছিলেন হার না মানা ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস।

ইবাংলা / জেএন /৩ এপ্রিল,২০২২

টাইগাররাথ্রুপেলব্রেক
Comments (0)
Add Comment