বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকেও আটক করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে বিষখালী নদীতে এ অভিযান চালানো হয়।কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, বিষখালী নদী থেকে এফবি আল মেহেদী নামে মাছ ধরা একটি ট্রলার নিষিদ্ধ মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়।
পরে ওই ট্রলারে অভিযান করে ১৬০ কেজি হাঙর, ১৫ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। এসময় ওই ট্রলারে থাকা ৯ জেলেকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুজাহিদ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মনিরুজ্জামানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে, মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।
ইবাংলা/ টিএইচকে/ ৫ এপ্রিল, ২০২২