১০ রুশ কর্মীকে বহিষ্কার করছে পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

পর্তুগাল সরকার দেশটিতে রাশিয়ান দূতাবাসের দশ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে মঙ্গলবার এ কথা জানানো হয়।

এই বিবৃতিতে বলা হয়, ‘পর্তুগাল সরকারের এই ঘোষণা রাশিয়ান রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে, মিশনের এই কর্মীদের কার্যক্রম পর্তুগালের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করা হচ্ছে।’ এই কূটনীতিকদের দুই সপ্তাহের মধ্যে পর্তুগাল ত্যাগ করতে হবে।

মন্ত্রনালয় বলেছে, ‘পর্তুগাল সরকার ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের নিন্দা ও ইউক্রেনের পক্ষে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করছে।রাশিয়ার কূটনীতিকদের মধ্যে বহিষ্কৃত দেশগুলো- সুইডেন, ইতালি, ডেনমার্ক, বুচায়, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার এবং জার্মান।

ইবাংলা / জেএন /৬এপ্রিল,২০২২

অবাঞ্ছিতঘোষণার সিদ্ধান্তদশ কর্মীকেদূতাবাসেরপর্তুগালরাশিয়ান
Comments (0)
Add Comment