বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম সদস্য, বগুড়া জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুবুর রহমান দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইজউদ্দীনের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
ওসি আমবার হোসেন জানান, মাহবুবুর রহমান ফারুক মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। তিনি কাহালু উপজেলার বিবিরপুকুর নামক স্থানে সড়কে স্পিডব্রেকারে গতি কমিয়ে দিয়েছিলেন। এ সময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক মোটর সাইকেলসহ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর রহমান মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তাঁর হেলপার পালিয়ে যায়। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান ফারুকের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তাঁর প্রতি সম্মান রেখে রবিবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ফুল কোর্ট রেফারেন্সে সকল আইনজীবীগণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
ইবাংলা / জেএন /৯ এপ্রিল,২০২২