প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে রোববার (১০ এপ্রিল ) প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রার্থী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থি নেতা মেরি লে পেন।

প্রথম দফার নির্বাচনে জয়ী দুই প্রার্থী আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবেন। ২০১৭ সালেও একই পদ্ধতিতে ভোট হয়েছিল এবং সে সময় ভূমিধস জয় ছিনিয়ে আনেন ম্যাক্রোঁ। দেশটির ৪ কোটি ৮৭ লাখ মানুষ ভোটে অংশ নিচ্ছেন।

গ্রিনিচ মান সময় ০৬০০ টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্র খোলা থাকবে ১২ ঘন্টা পর্যন্ত। ফ্রান্সের বিদেশী অঞ্চলগুলোতে সময়ের পার্থক্যের কারনে শনিবার ভোট গ্রহণ করা হয়েছে।

ইবাংলা / জেএন /১০ এপ্রিল,২০২২

প্রথম দফার ভোট গ্রহণ শুরু
Comments (0)
Add Comment