তিন ই-কমার্স প্রতিষ্ঠানের অর্থ পাচারের প্রমাণ মিলেছে

ডেস্ক রিপোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ ডট কম, কিউকম লিমিটেড ও শ্রেষ্ঠ ডট কমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে বিএফআইইউ। এ নিয়ে আবারও তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আছে এমন ৫০ টি ইকমার্স প্রতিষ্ঠানের মধ্যে ১৭ টির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বিএফআইইউ।

এসব ই-কমার্সে লেনদেন হয়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। পূর্ব নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একটি বেঞ্চে ৭০০ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেয় বিএফআইইউ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ইভ্যালি, ই-অরেঞ্জের মাধ্যমে অর্থপাচার হয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করার আহবান রিটকারী আইনজীবীর।

ইবাংলা/ টিএইচকে/ ২১ এপ্রিল, ২০২২

অর্থ পাচার করেছে
Comments (0)
Add Comment